¡Sorpréndeme!

ISL 2020-21| East Bengal : 'আইএসএল খেলবে ইস্টবেঙ্গল', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

2020-09-17 3 Dailymotion

আইএসএল (ISL 2020-21) খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেন, "ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।"


#ISL2020
#MamataBanerjee
#LatestLYBangla